থানচিতে মহান শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধা

নিজস্ব সংবাদদাতা, থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচি যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের পূর্বে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনের স্বাধীনতা ভাস্কর্য চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
সকাল ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ -আল-ফয়সাল নেতৃত্বে উপজেলা প্রশাসন, থানা পুলিশ স্থানীয় শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ক্রমন্বয়ের স্বাস্থ্য বিভাগ,কৃষি বিভাগ,উপজেলা বিএনপি,গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং নানা শ্রেণী-পেশার মানুষ একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে সকাল ৯টায় উপজেলা মিনি স্টেডিয়ামের আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,প্যারেড পরিদর্শন, কুচ কাওয়াজ ও শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।পরে উপজেলা অডিটরিয়ান হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ -আল-ফয়সালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রমূখ।
একই দিন মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিকালে বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ ঘন পরিবেশে শেষ হয় মহান বিজয় দিবসের সকল আয়োজন।




