থানচিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

স্টাফ রিপোর্টার,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলা সদরের বাজারের মেয়াদর্ত্তীন্ন ঔষধ বিক্রয়ের দায়ে ৫ ফার্মেন্সীকে এবং ভেজাল খাদ্য দ্রব্য পরিবেশনের দায়ের ২ রেষ্টুরেন্ট মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২১ আগস্ট ২০২৫ , বৃহস্পতিবার ২১ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় পঁচা ও বাঁশি বেজাল খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশের রান্না করে পর্যটক ও এলাকাবাসীদের খাওয়ানোর দায়ে জনপ্রিয় রেস্তোরাঁর ইলিয়াস, কাইয়ুম রেস্তোরাঁর মোঃ নাইমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় নগদ জরিমানা করা হয়েছে।
এছাড়াও বাজারে আসার অসুস্থ পাহাড়ীদের মেয়াদ উর্ত্তিন্ন মানহীন কোম্পানির ঔষধ, ইনজেকশান সহ নানান প্রতারনা এবং বিক্রয় দায়ে ৫ ফার্মেন্সীকে জরিমানা করেন। এগুলোর মধ্যে পপুলার ফার্মেসি ,নীলগিরি ফার্মেসি , সাইওয়ান ফার্মেসি , ভাই ভাই ফার্মেসি , সাঙ্গু ফার্মেসিকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান অভিযানের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানা পুলিশ উপস্থিত ছিলেন।