থানচিতে ব্যাঙ্কাবিলিটি মার্কেট লিঙ্কেজের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান:
জেলার থানচি উপজেলার ব্যাঙ্কাবিলিটি এবং মার্কেট লিঙ্কেজের উপর একদিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
৬ মার্চ ২০২৫ ,বৃহস্পতিবার সকালের উপজেলা পরিষদের মিলনায়তনের অনুষ্ঠিত হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, সুইডেন Sverige ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউএন সিডিএফ ইউআইআর অর্থায়নের স্থানীয় সরকার বিভাগ জলবায়ু পরিবর্তনের স্থানীয় সরকার উদ্যোগ (LOGIC) প্রকল্পের আওতায় ওয়ার্কশপের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
অন্যান্যদের মধ্যে কনসালট্যান্ট ব্যাংকেবিলিটি এবং মার্কেট লিঙ্কেজ প্রতিষ্ঠানের ট্যালেন্ট ডেভেলপমেন্ট ইনিশিয়েটিক ট্রেনার মো: মাহ্ফুজুল হক, ইউএনডিপি ডিসিসিসি ঋিমান ত্রিপুরা, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, লজিক প্রকল্পের জেলার কর্মকর্তা বিরেন ত্রিপুরা, টেকনিক্যাল কর্মকর্তা বোঅংসিং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।
ওয়ার্কশপ অনুষ্ঠানের দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের ৬ টি ওয়ার্ডে ১০টি সমবায় সমিতি ফোরামের সভাপতি/ সাধারণ সম্পাদকরা অংশ গ্রহণ করেন।