Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল শতাধিক ম্রো ও খুমী সম্প্রদায়

নিজস্ব সংবাদ দাতা,থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার সাখয় ম্রো পাড়ায় দিন ব্যাপী বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৮ জুন ২০২৫ ,শনিবার দিন ব্যাপী বলিপাড়া ইউনিয়নের থানচি বলিপাড়া সড়কের সাখয় ম্রো কমন্ডার পাড়া বিশ্রামগারে এ সেবা প্রদান করা হয়েছে। বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) CTH অঞ্চলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব (PRLC) প্রকল্প প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্য শিবির আওতায় বলিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে সাখয় কমন্ডার পাড়া,মেনরোয়া পাড়া,হৈকো খুমী পাড়া, কমলা বাগান পাড়ায় মোট শতাধিক অসহায় ও জটিল রোগী বিনা মূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা গ্রহন করেছে।

 

এ সময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, বলিপাড়া ইউনিয়নের ওয়ার্ড মেম্বার কালচন ম্রো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: ঋতু পর্ন চাকমা,পরিবার পরিকল্পনা অধিদপ্তর বরিপাড়া কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মেথোয়াই মারমা, বিএনকেএস ‘র CTH অঞ্চলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব (PRLC) প্রকল্পের প্যারামেডিক  উসাইনু মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button