Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে প্রান্তিক শিশুদের মাঝে ভালোবাসা দিবসের পোষাক বিতরণ

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান:
সবুজ প্রকৃতির মাঝে ভালোবাসার বার্তা… বিশ্ব ভালোবাসা দিবসে বান্দরবানের থানচিতে বসন্তে পাহাড়ে প্রান্তিক শিশুরা পেল ভালোবাসা উষ্ণ বার্তা।

 

১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার উপজেলার রেমাক্রী ইউনিয়নের পর্যটন কেন্দ্রে রেমাক্রী খুমে অবস্থানরত অর্ধশতাধিক প্রান্তিক শিশুর কিশোরের মাঝে নতুন পোষাক দিল তরুন এনজিও কর্মী।

 

তরুন এনজিও কর্মীরা জানান,১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবসটি তাদের জন্য এক বিশেষ দিন হোক, যেখানে তাদের মুখে হাসি ফোটাতে পারে এক ফোটা ভালোবাসা। তাদের অসীম সংগ্রাম, নিরলস পরিশ্রম, এবং অবর্ণনীয় দুঃখের মাঝে, ভালোবাসার একটি আলোকিত দীপ হয়ে উঠুক। আমাদের ভালোবাসা তাদের পাশে থাকুক, তাদের জীবনে কিছুটা শান্তি, সান্ত্বনা, এবং আশার আলো নিয়ে আসুক।এই দিনটি শুধু পৃথিবীকে ভালোবাসার নয়, বরং তাদের প্রতি আমাদের দায়িত্ব ও ভালোবাসারও দিন।

 

বান্দরবানের তরুন এনজিও কর্মী সাঅং সিং মারমা, উসাইমং মারমা,চিংথোয়াইউ মারমা, মংহ্লাসিং মারমা, মংক্যপ্রু মারমা,মংএনু মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

 

সাঅংসিং মারমা সাংবাদিকদের জানান, আমাদের ৬ জনের ফেসবুক আয়ের থেকে কিছু অংশ জমানো ছিল তা দিয়ে প্রান্তিক জনগৌষ্ঠী পথ শিশুদের পোষাক ক্রয় করে প্রতি বছর ন্যায় এ দিনের ছোট ছোট ভালোবাসা দুর্গম পাহাড়ে রেমাইক্রি ইউনিয়নে প্রন্তিক জনগোষ্ঠীদের মাঝে ভালোবাসার উপহার দিতে পেরে আমরা আনন্দিত।

Related Articles

Back to top button