থানচিতে প্রান্তিক কৃষকদের মাঝে শীতের সব্জী বীজ, রাসায়নিক সার বিতরণ
নিজস্ব সংবাদদাতা,বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলা ২০২৫-২৬ অর্থ বছরে বসত বাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীণ শাক সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র বিনা মূল্যের সবজি বীজ ও রাসায়নিক (ডিএপি ও এমওপি)সার পেল রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ১২৫ জন প্রান্তিক কৃষক।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের তরুণ্যের উৎসব ২০২৫ এর এসো দেশ বদলাই,পৃথিবীর বদলাই প্রতিপাদ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকালের উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সব প্রণোদনা প্রান্তিক কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে।
অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন সভাপতিত্ব করেন।অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন, কৃষি কাজের সফল উদ্যোক্তার যুব নেতা নুমংপ্রু মারমা, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব মারমা,মংচিংপ্রু মারমা,গোতম দে সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপকার ভোগীরা স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।
সংশ্লিষ্ঠ কর্মকর্তারা জানান,বসতবাড়ি আঙ্গীনায় শীতকালীণ সবজিচাষের ৫০ জন কৃষক ও মাঠে চাষযোগ্য শীতকালীণ শাক সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৫ জন কৃষক এর আওতায় আনা হয়েছে।




