থানচিতে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় ফলজ চারা বিতরণ

নিজস্ব সংবাদদাতা, থানচি, বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার প্রাকৃতি পরিবেশের সুরক্ষা টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী, কৃষকদের মাঝে ফলজ্য বৃক্ষ চারা, গ্রম্মকালী পুষ্টি সবজি বীজ,সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তারা এর আয়োজনে কৃষি পূর্নবাস প্রকল্পের আওতায় মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার সকালে থানচি উপজেলা পরিষদ চত্তরে বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ – আল-ফয়সাল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ১০০ জন কৃষকদের মাঝে ৫টি করে রানগোওয়ে আমে চারা ৫০০ টি। ৫০ জন কৃষক মাঝে গ্রম্মকালী পুষ্টি জাতীয় সবজি বীজ ১০ প্যাকেট। এম ওপি ও ডিএপি সার মোট ১০ কেজি। ৫০ জন কৃষক মাঝে লেবু চারা ২৫০টি। ৫০০ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাড়ী আঙ্গিনায় রোপনের জন্য নিম, বেল, জাম, কাঠাঁল চারা ২০০০ টি। ২১ টি বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের তাল গাছের চারা ১০০টি এবং প্লাস্টিস নাইম ৫০০ ফুট । এ ছাড়াও ১০ টি সামাজিক সংগঠন প্রতিষ্ঠানের উন্নত জাতের নারিকেল ৫০টি।
বিতরনের সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন, নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ, সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, উপ সহকারী কৃষি কর্মকর্তা সহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।