পার্বত্য অঞ্চলবান্দরবান

থানচিতে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট প্রশিক্ষণ ও সবজি বীজ বিতরণ

থানচি ,বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের থানচি উপজেলায় পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ ও সবজি বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দুর্গম রেংরিং ম্রো পাড়ায় জুমিয়া ও কফি চাষী কৃষকদের অংশগ্রহণে ফল সংগ্রহ পরবর্তী ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ বিষয়ক দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

 

বৃহস্পতিবার ও শুক্রবার (২৯–৩০ জানুয়ারি) দিনব্যাপী এ প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল-এর অধীনে বাস্তবায়িত পেপ-৩ প্রকল্প।

 

 

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিদ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কারিতাস পেপ-৩ প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার উসিনু মারমা, মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ এবং উপজেলায় দায়িত্বপ্রাপ্ত মাঠ সহায়কগণ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ওয়ালিদ হোসেন বলেন, কৃষিপণ্যের সঠিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, গুণগত মান বজায় রাখা এবং আধুনিক বাজারজাতকরণ কৌশল সম্পর্কে কৃষকদের সচেতন হতে হবে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠ পর্যায়ে উৎপাদিত ফল ও কৃষিপণ্যের অপচয় কমবে এবং কৃষকরা ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবেন।

 

 

কারিতাস পেপ-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ বলেন, ফল সংগ্রহের পর সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি ভবিষ্যতেও এ ধরনের বাস্তবমুখী প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের আশ্বাস দেন।

 

কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধি এবং নারী উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন।

 

আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও সবজি বীজ বিতরণ কার্যক্রম স্থানীয় পরিবারগুলোর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি চর্চা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Articles

Back to top button