Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে পুষ্টি কর খাদ্য ও পাহাড়ে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচিতে পুষ্টি কর খাদ্য ও পাহাড়ে ঐতিহ্যবাহী পিঠা উৎসব  ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যের তারুণ্যে  উৎসবের বান্দরবানে থানচি উপজেলা পাহাড়ে ঐতিহ্যবাহী পিঠা ও পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

১৯ ফেব্রুয়ারী ২০২৫, বুধবার সকালে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

 

সার্বিক সহযোগিতার বলিপাড়া নারী কল্যাণ সমিতি(বিএনকেএস অনুষ্ঠানে বিএনকেএস প্রকল্প ম্যানেজার প্রেশল চাকমা  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী মেলা শুভ উদ্বোধন করেন ।

 

অন্যানেরে মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোঃ মোজাহিদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, উপজেলার প্রকল্প কর্মকর্তা পিআইও মুসফিকুর রহমান,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন চৌধুরী প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এ মেলার মূল উদ্দেশ্য হলো শিশুর খাদ্যের  নতুন বাংলাদেশ গড়ার, তারুণ্যে শক্তিকে সমৃদ্ধ করার সব বয়সের মানুষের মধ্যে পুষ্টি সমৃদ্ধ করা।

পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা, পুষ্টিকর খাবার কি ও কিভাবে তৈরি করতে হবে এবং এর গুনাগুণ সম্পর্কেও মেলায় আগত শিশুদের মায়েদের উপস্থিত ধারণা দেওয়া হয়। মেলায় পুষ্টিকর খাবারের ও রকমারী পিঠা প্রদর্শনী করা হয়। মুলত পুষ্টি জ্ঞান সম্পর্কে সম্মুখ ধারণা, পুষ্টি বিষয়ক দক্ষতা ও সচেতনতা সৃষ্টির জন্যই এ পুষ্টি মেলার আয়োজন। সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে পুষ্টির জ্ঞান সম্পন্ন কমিউনিটি গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।

Related Articles

Back to top button