পার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বােধন 

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার সারাদেশের ন্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ এবং নানান কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে।

 

২৮ মে ২০২৫ ,বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ও স্বাস্থ্য বিভাগে যৌথ আয়োজনে  এক বর্ণাঢ্য র‍্যালি জনগুরুত্ব পুর্ন  এলাকা প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  ” শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সার্বজনীন” প্রতিপাদ্যে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ। স্বাস্থ্য কমপ্লেক্স’র পরিসংখ্যা কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাছির উদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারী সার্জেন্ট ডা: মো: সরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মো: নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, ব্র্যাক এনজিও ম্যানেজার প্রিয় লাল চাকমা প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন এবং আগামি ৩ জুন  ঢাকা পিজি হাসপাতালের তিনজন উর্ধতন কর্মকর্তা নারীদের জরায়ু বিষয়ক বিশেষজ্ঞ টিম থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স’র দিন ব্যাপী পরীক্ষা নিরিক্ষা এবং চিকিৎসা প্রদান করা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগ।

Related Articles

Back to top button