থানচিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উদ্বােধন

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান :
বান্দরবানের থানচি উপজেলার সারাদেশের ন্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ এবং নানান কর্মসূচী শুভ উদ্বোধন করা হয়েছে।
২৮ মে ২০২৫ ,বুধবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ও স্বাস্থ্য বিভাগে যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি জনগুরুত্ব পুর্ন এলাকা প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ” শিশু থেকে প্রবীণ- পুষ্টিকর খাবার সার্বজনীন” প্রতিপাদ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ। স্বাস্থ্য কমপ্লেক্স’র পরিসংখ্যা কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ – আল- ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: নাছির উদ্দিন মজুমদার, প্রাণী সম্পদ কর্মকর্তা ভেটেনারী সার্জেন্ট ডা: মো: সরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত মো: নিজাম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, ব্র্যাক এনজিও ম্যানেজার প্রিয় লাল চাকমা প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুষম ও পুষ্টিকর খাদ্যের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনগণকে সচেতন করা, সুস্থ ও ফিট থাকার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণে সচেতন করা, কিশোর-কিশোরী, শিশুদের ও মায়েদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে সু-স্পষ্ট ধারনা দেওয়া। সরকারি নীতি ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাসহ পুষ্টি সপ্তাহের বিভিন্ন তাৎপর্য তুলে ধরেন এবং আগামি ৩ জুন ঢাকা পিজি হাসপাতালের তিনজন উর্ধতন কর্মকর্তা নারীদের জরায়ু বিষয়ক বিশেষজ্ঞ টিম থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স’র দিন ব্যাপী পরীক্ষা নিরিক্ষা এবং চিকিৎসা প্রদান করা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগ।