থানচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা কর্মসূচীতে পালিত

স্টাফ রিপোর্টার , বান্দরবান:
বান্দরবানের থানজি উপজেলার জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা কর্মসূচীতে পালিত হয়েছে।
“প্রযুক্তি-ভিত্তিক যুব ক্ষমতায়ন বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনের ১২ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় জাতীয় আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
১২ আগস্ট ২০২৫ ,মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ -আল-ফয়সাল যুবদের শপথ বাক্য পাঠ করান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন,পশু সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম প্রমূখ।
শপথ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুব ঋণ কার্যক্রম, প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের মধ্যে সনদ বিতরণ এবং ডেঙ্গু / ম্যালেরিয়াসহ নানান রোগের প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ প্রচার প্রচারনা অংশ নেন।
অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ সমাপ্ত করা ২১ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র ও প্রশিক্ষনের খরচ নগদ টাকা তুলে দেন অতিথিরা। প্রায় তিন শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজনের যুবকদের পাশে দাঁড়ানো অঙ্গিকার করেন সকলের।