Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে জনসচেতনতা মূলক সভা ও ভূমি মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার জনসচেতনতা মূলক আলোচনা সভা ও ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি (অ:দা:)মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সালমেলা শুভ উদ্বোধন করেন।

 

উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনের রবিবার (২৫ মে) সকালে ৩ দিনব্যাপী  ভুমি মেলায় নানান সুযোগ সুবিধা মধ্যে স্টল প্রদর্শনী, ভূমি বিষয়ক সেমিনার, অভিযোগ-আপত্তি শুনানি ও নিষ্পত্তি, ই-নামজারি আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক নিষ্পত্তি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের সুবিধা, খাস জমি বন্দোবস্ত আবেদন গ্রহণ, এলএ পেমেন্ট কেস নিষ্পত্তি ও ক্ষতিপূরণ প্রদান, ভিপি লিজ নবায়ন আবেদন ও নিষ্পত্তি, খতিয়ানের অনলাইন কপি সরবরাহ, মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে বিতরণ, জরিপ কার্যক্রম ভিত্তিক সেবা, বন্দোবস্ত প্রাপ্ত খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর, সিটিজেন চার্টার অনুযায়ী সেবা প্রদর্শন, সরাসরি সেবা প্রদান ও জিজ্ঞাসার উত্তর প্রদান, উপজেলা ভুমি অফিসারের সকল নাগরিককে স্বচ্ছ, সহজ ও অনলাইন ভিত্তিক ভূমি সেবা সমূহের সেবা প্রদান করা হচ্ছে। আগামী মঙ্গলবার ( ২৭ মে)  এ মেলা সমাপ্ত হবে।

 

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে  উপজেলা নির্বাহী অফিসার) এবং সহকারী কমিশনার ভূমি  মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সভাপতিত্বে করেন।

তিনি বলেন,দেশের নাগরিকত্ব রক্ষা করতে হলে স্বচ্ছল ভূমি,নদী,ও মানবসম্পদ সুরক্ষিত থাকলে সৃষ্টগৃহবিবাদ অনেকাংশ কমে যাবে। বর্তমানের দেশের বিভিন্ন আদালতে ৮০ ভাগ মামলা ভূমি সংক্রান্ত হয়ে থাকে। দিন দিন এই জটিলতা বাড়ছে। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে  পরিবার হতে। বর্তমানে  ডিজিটাল হবার পর জনগণ অতি সহজে ভূমি অফিস হতে সেবা গ্রহন করতে পারছে।

 

অন্যান্যদের মধ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মো: নাছির উদ্দিন মজুমদার, কলেজের অধ্যক্ষ  ধমিনিক ত্রিপুরা, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা রহিদুর রহমান মৃধা, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার জমির উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৌজা হেডম্যান, পাড়ার কারবারি,  স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে  কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া ভূমি মেলা উপলক্ষে জনগণের উপস্থিতিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button