Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে এনজিও প্রকল্পের কার্যক্রমে অবহতিকরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ১৬ জুলাই সকাল ১২ টা উপজেলা পরিষদের মিলনায়তনের এ সভা অনুষ্ঠিত হয়। দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ (Diakonia) অর্থায়নের বলিপাড়া নারী কল্যাণ সমিতি ( বিএনকেএস) এর আয়োজন করেন।

 

বিএনকেএস এর প্রকল্পের উপ- পরিচালক উবানু মারমা সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ- আল- ফয়সাল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসকে জহির উদ্দিন,নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: শাহিন মিঞা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, মাধ্যমিক শিক্ষা সহকারী কর্মকর্তা লিটু চট্রোপাধ্যায় প্রমূখ।

 

বান্দরবানের থানচি উপজেলার বরিপাড়া নারী কল্যাণ সমিতি বিএনকেএস এনজিও সংস্থাটি ১৯৯১ সালে স্থাপিত হওয়ার পর থেকে উপজেলা ৪ টি ইউনিয়নের হত দরিদ্র, গরীব অসহায়দের শিক্ষা,স্বাস্থ্য, পরিবেশ, সমাজ সেবা মূলক প্রায় ১১/১২ টি প্রকল্প কার্যক্রমের উপর ভিডিও স্লাইস মাধ্যমে উপস্থাপন করা হয়। অতিথিরা প্রদর্শিত প্রকল্পের সন্তোজনক প্রকাশ করেন।

Related Articles

Back to top button