থানচিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার, থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ০৮ সেপ্টেম্বর সকালের র্যালি উপজেলা জনগুরুত্বপুর্ন স্থানের ঘুরে উপজেলা পরিষদের শেষ করে উপজেলা পরিষদের মিলনায়তনের মিলিত হয়।
তারুণ্যে উৎসব ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “Promoting literacy In the digital era” (প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার) প্রতিপাদ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল সভাপত্ব করেন।
অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পশু সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার,সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত সোনা মৈত্র চাকমা,পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জমির উদ্দিন, কলেজের প্রভাষক মো: নুরুল হাসেম,বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছোটন দত্ত বক্তব্য রাখেন।