থানচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান:
অধিকার,সমতা,ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন ” স্লোগানে জেলার থানচিতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
৮ মার্চ ২০২৫ ,শনিবার সকাল বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনের উপজেলা কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী প্রধান এমরান হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতি করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: জহির উদ্দিন , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার,নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, সাবেক নারী ভাইস চেয়ারম্যান বকুলি মারমা, নুমেপ্রু মারমা, বিএনকে এস উপ- পরিচালক উবানু মারমা,ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন প্রমূখ।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সুবিধাভোগী, গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।