Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

থানচিতে অভিন্ন মাত্রায় ক্লাস পাটি ও বনভোজন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বান্দরবান :
আর আমরা পিছিয়ে নয়,আমরা ও স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, সমাজের  বাল্য বিবাহকে  রুখবো লক্ষ্যে ছোট ছোট নাটিকা,পাহাড়ে ১১ ক্ষুদ্র- নৃ-গোষ্ঠিদের হারিয়ে যাওয়ার পুরোনো দিনের ঐতিহ্যবাহী গানের নৃত্য ও কবিতা, আবৃত্তির মাধ্যমে নিজেদের জানান দিয়েছে এবং কেক কেটে ১ দিনের আনন্দ ও মিলন মেলা পরিনত করেছে বান্দরবানে থানচি উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা। 

 

আজ হবে মাতামাতি, আমরা খাব চড়ুই ভাতি প্রতিপাদ্যে ক্লাস পাটি ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

২৬ নভেম্বর ২০২৪ , মঙ্গলবার সকাল ১০টায় বালিকা উচ্চ বিদ্যালয়ের আড়াইশ শিক্ষার্থী ও শিক্ষকদের যৌথ আয়োজনের বিদ্যালয়ের মাঠে দিন ব্যাপী ক্লাস পাটি ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানের পালাক্রমে  দুই শিক্ষার্থীদের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

অন্যান্যদের মধ্যে বারিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও  সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, সাংবাদিক বৌদ্ধ জ্যোতি চাকমা,জমির উদ্দিন ,ম্যানেজার ,পল্লী সঞ্চয় ব্যাংক , প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্নো, সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরা প্রমূখ সহ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থী স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।

Related Articles

Back to top button