থানচিতে অনাথ শিশুরা পেল কম্বল ও হুডি

স্টাফ রিপোর্টার ,থানচি,বান্দরবান:
বান্দরবানের থানচি উপজেলার দুই ইউনিয়নের অবস্থিত ৪ টি এতিম ও অনাথালয় প্রতিষ্ঠানের শিশুরা পেল কম্বল ও বাচ্চাদের হুডি গেজ্জি।
৯ মার্চ ২০২৫, রবিবার সকালে সমাজ সেবা কার্যালয়ে ৪ টি অনাথ শিশুদের পরিচালিত প্রতিষ্ঠানের ৭০ টি শীতবস্ত্র কম্বল ও ৪০ টি হুডি গেজ্জি বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের প্রাপ্ত উপজেলা সমাজ সেবা অধিদপ্তর মাধ্যমে শীতার্তদের জন্য শীতবস্তু বিতরণে (কম্বল, বাচ্চাদের হুডি) বিতরণ করা হয়েছে।
বিতরনের সময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা( অ:দা:) তানবির হাসান, প্রেস ক্লাবের সভাপতি মংবো ওয়াংচিং মারমা অনুপম , অনাথ শিশুদের বাতিঘর করুনা শিশু সদনের পরিচালক ও উপজেলার ভিক্ষু সংঘে সংগঠনের সাধারণ সম্পাদক উ,গাইন্ডামালা মহাথের, মৈত্রি শিশু সদনের পরিচালক উ, ইউসারা ভিক্ষু, এতিম শিশুদের কুরআন শিক্ষা প্রতিষ্ঠান মা-আরিফুল কুরআন মাদ্রাসা পরিচালক মোল্লানা জুবাইর আহম্মদ, ম্রো ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আশার আলো শিশু সদন প্রতিষ্ঠানের পরিচালক মাংসার ম্রোসহ সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।