Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

তৃণমূল উন্নয়ন সংস্থার মানিকছড়িতে অবহিতকরণ কর্মশালা

চেঙ্গী দর্পন প্রতিবেদক,মানিকছড়ি, খাগড়াছড়ি  :
‘তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি’ শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবহিতকরণ কর্মশালার আয়োজন করেছে ” তৃণমূল উন্নয়ন সংস্থা ”।

 

১৩ নভেম্বর ২০২৩ , সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায়  অন্যান্যদের মধ্যে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফয়সাল কবির রজার্স, কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী, তথ্য আপা কর্মকর্তা মোসাম্মৎ সুমাইয়া আক্তার, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মিনুচিং মারমা, মনিটরিং এবং রিপোটিং কর্মকর্তা রেশমী চাকমা, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুকিরণ চাকমা, মো. মফিজ উদ্দিন ও তথ্য বন্ধু কর্মকর্তা লিশি ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button