Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

তারুন্যের উৎসব উপলক্ষে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার বর্ণাঢ্য র‍্যালি

চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা, খাগড়াছড়ি :
তারুন্যের উৎসব উপলক্ষে গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৮ জানুয়ারী ২০২৫, বুধবার সকাল ১০টায় মাদ্রাসা হতে র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার হলরুমে মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তার, জনস্বাস্থ্য কর্মকর্তা শামীম হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী প্রমূখ।

 

তারুন্য অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে উদ্ধোধন করে মাদ্রাসার ছাত্রছাত্রীদের উদ্যোগে নির্মিত ষ্টল পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

Related Articles

Back to top button