Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

তরুনরা উদ্যোক্তা হলে সরকার ও প্রশাসন তাদের পাশে থাকবে

স্টাফ রিপোর্টার,বান্দরবান :
দেশ, রাস্ট্র, সমাজ, প্রতিষ্ঠান,পরিবর্তনের ইতিহাসের ৫২ ভাষা আন্দোলন, ৬৯,৮৯,২৪শে সরকার পরিবর্তনের প্রথমসারী যুদ্ধা হিসেবে অগ্রনী ভূমিকা পালন করে আসছিল তরুনরা। তরুনরা পারে নিজস্ব উদ্যোগ নিয়ে ছোট ছোট শিল্প কারখানা গড়ে তোলা,তরুনার উদ্যোক্তা হলে সরকার ও উপজেলা প্রশাসন সকল ক্ষেত্রে সহযোগীতা দেয়ার প্রস্তুত। চাকুরী পিছনে না দৌড়ে উদ্যোক্তা হোন আসন্ন বৈষম্য সমাজকে বৈষম্যহীন গড়ে তুলুন এবং পরিবর্তন আনুন এ আহবান জানালেন যুব সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ- আল-ফয়সাল।

 

১৮ আগস্ট ২০২৫, সোমবার সকাল ১০ টা উপজেলা মাল্টিপারপাশ হল রুমে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ। বান্দরবানের থানচি উপজেলা তরুণ্যে ভবিষ্যত বিনির্মানের যুব সমাবেশের “ভবিষ্যত বিনির্মানে তরুণ্যের বিচিত্র্য শক্তিই পারে সমৃদ্ধ দেশ গড়তে” প্রতিপাদ্যের স্থানীয় উন্নয়ন সংগঠন বলিপাড়া নারী কল্যাণ সমিতি ( বিএনকেএস) এর আয়োজন করেন।

 

সহযোগী সংগঠন ডিয়াকোনিয়া বাংলাদেশ এর সহযোগীতা বিএনকেএস প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য নেমকিম বমের সভাপতিত্বে,  বিএনকেএস এর উপ- নির্বাহী পরিচালক উবানু মারমা সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পশু সম্পদ কর্মকর্তা ডা: মো: শরীফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা খালেদ মোহাম্মদ মোজাহিদ হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার,সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা,সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো,সাবেক চেয়ারম্যান উবামং মারমা ফায়ার ডিফেন্স কর্মকর্তা রাশেদুল হক মৃধা প্রমূখ।

Related Articles

Back to top button