ঢাকা-দোহার বালাসুর নতুন বাজারে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

শ্রীনগর(মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
শ্রীনগর উপজেলা ঢাকা-দোহার উত্তর বালাসুর রাস্তা সংস্কারের দাবিতে বালাসুর-নতুন বাজার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ এলাকাবাসী।
শুক্রবার (৩১ অক্টোবর ২৫ইং ) বিকালে এ কর্মসূচি পালন করে ভুক্তভোগী জনতা।বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হয় যাত্রী সাধারণ।
বালাসুর নতুন বাজারের একমাত্র চলাচলের রাস্তাটি আট বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে।সম্প্রতি বালাসুর চৌরাস্তার মাথার কিছূ অংশ ও নতুন বাজারে ভিতরের কিছু অংশ ডালাই এর কাজ হলেও বাকি সব রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
তাই এলাকার ভুক্তভোগী মানুষ দীর্ঘদিনের পুঞ্জীভূত ব্যথায় ক্ষিপ্ত হয়ে রাস্তার উপর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
উল্লেখ্য, এই রাস্তা দিয়ে প্রতিদিন ভাগ্যকূল ও রাঢ়ীখাল ইউনিয়নের নাগরনন্দী, কামারগাওঁ, জগন্নাথপট্রি, টেটামারা, বানিয়াবাড়ি, বাঘাডাঙ্গা, নতুন বাজার, কাশেমনগর, পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর যাদুঘর ও আরিয়াল বিলের হাজার হাজার লোকজন চলাচল করে।
জানা যায়, কর্তৃপক্ষ রাস্তাটি চার ফুট চওড়া করন ও সংস্কার উন্নয়নের জন্য গত ২০২০ সালে ৪ মার্চ মেসার্স খোকন লেদারস ও ২০২১ সালে ৭ই নভেম্বর মেসার্স মিজান এন্ড ব্রাদার্সকে কার্যাদেশ দিলে ভালো রাস্তাটি কিছু দিন খোড়াখুড়ি করে রাস্তাটির অবস্থা আরো বেহাল দশায় ফেলে রাখে ।এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, সামনে বৃষ্টি বাদলের সময় এই সকল খানা-খন্দকে পানি জমা হয়ে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। কোনো রোগী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, এক্সচেঞ্জ স্যার বর্তমান টেন্ডার বাতিল করে রিটেন্ডারের আহবানের প্রস্তুতি নিচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন,আবুল কালাম সিকদার,বতু মেম্বার, আব্দুল খালেক মোল্লা, খোকন বেপারী, মো: রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।




