Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার এর পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : 

পার্বত্য খাগড়াছড়ি জেলার দূর্গম পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার সহ  ইউকে-এইড এর ০৮ জনের প্রতিনিধি দল। 

 

 

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে পানছড়ি  স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছালে ব্রিটিশ হাইকমিশনার ‘Ms. Sarah Cooke’ কে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।

 

 

এ সময় ব্রিটিশ হাই কমিশনার স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার, লেবার ওয়ার্ড, অপারেশন থিয়েটার পরিদর্শন করে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ইউকে-এইড এর অর্থায়নে বাস্তবায়নাধীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিসেবার কার্যকারিতা এবং স্থায়িত্ব পর্যবেক্ষণ, প্রকল্পের সুবিধাভোগী, মিডওয়াইফ, নার্স,  চিকিৎসক  ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

 

পরিদর্শন  ও মতবিনিময় কালে জেলা সিভিল সার্জন ডাক্তার ছাবের হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, জেলা প্রশাসনের নিযুক্ত প্রটোকল অফিসার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, ডাক্তার রাকেশ চাকমা, উপজেলা বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, চেঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, সহ আগত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

 

 

সভায় বক্তারা, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করন,  রোগী পরিবহন  সুবিধা বৃদ্ধি,প্যাথলজি সেবা বৃদ্ধি, দূর্গম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক স্বাস্থ্য সেবা চালু করা সহ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করণের দাবি জানান।

Related Articles

Back to top button