Breakingপার্বত্য অঞ্চলবান্দরবানসারাদেশ

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সচেতনতায় ১৬দিনের কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,বান্দরবান:
বান্দরবানের থানচিতে শান্তিরাজ মিশন নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে ‘১৬ দিনের অ্যাকটিভিজম’ কর্মসূচির অংশ হিসেবে নারীদের ও কন্যা শিশুদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

 

 

১ ডিসেম্বর ২০২৫, সোমবার দিন ব্যাপী অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছা সেবী সংগঠন বলিপাড়া নারী কল্যাণ সমিতি’র আয়োজনে সাঅংসিং মারমা‌র সঞ্চালনা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজি মহাত্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের প্রতি হয়রানি, ব্ল্যাকমেইল, ভুয়া ছবি ব্যবহারসহ বিভিন্ন ধরনের সহিংসতা দ্রুত বাড়ছে। শিক্ষার্থীদের এসব বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আইনগত সহায়তা সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং অনলাইন বুলিং থেকে রক্ষার উপায় তুলে ধরা হয়।

 

আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলে কন্যা শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এমন সচেতনতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button