Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও নবীন বরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ডাইনছড়িতে অবস্থিত ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে এবং প্রবাসী ইমান হোসেনের সার্বিক সহযোগিতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, শিক্ষা সামগ্রী বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

 

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

 

 

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মো. অলি উল্লাহর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা মো. আরব আলী। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওবায়দুল হক।

 

 

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মো. নুরুজ্জামান মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের, বিদ্যালয়ের শিক্ষক উৎপল বড়ুয়া, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল মান্নান এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী।

 

 

বক্তারা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমিজ উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, প্রাক্তন ছাত্র পরিষদের নানামুখী শিক্ষামূলক উদ্যোগের ফলে এ অঞ্চলের শিক্ষার মান ক্রমাগত উন্নত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

আলোচনা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

 

 

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আলীসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button