Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলশিক্ষা / চিকিৎসাশীর্ষ সংবাদসারাদেশ

ঠোঁট কাটা,তালু কাটা ও পোড়া রোগীদের বিনামূল্যে অপারেশন করালেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন

চেঙ্গী দর্পন, স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :  ” সমরে ও শান্তিতে রাখিব সুস্থ “ শ্লোগানে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে ঠোঁট কাটা,তালু কাটা ও পোড়া রোগীদের অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ ২০২৩ মঙ্গলবার সকালে সেনা রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স সেন্টারে এ অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

খাগড়াছড়ি সেনা রিজিয়নের ব্যবস্থানায় এমডিএস,৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের আয়োজনে ও জেলা সিভিল সার্জনের সহযোগিতায় বিনামূল্যে ঠোঁট কাটা,তালু কাটা ও পোড়া রোগীদের অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ মাহি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপারেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের ডাঃ মাজহারুল হক ইমরান সহ ০৮ সদস্যের মেডিকেল টিম এর নেতৃত্বে অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। 

 

এ সময় জেলার বিভিন্ন উপজেলা থেকে   ঠোঁট কাটা,তালু কাটা ও পোড়া রোগী  সেবা গ্রহনের জন্য অভিভাবক সহ উপস্থিত ছিলেন।

 

রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য চট্টগ্রামের যে কোন এলাকার সাধারণ মানুষের সুবিধা-অসুবিধায় সেনাবাহিনী সব সময় পাশে ছিল এবং এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর আন্তরিক প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button