Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

টেকনাফে যুগান্তর পত্রিকার প্রতিনিধির উপর ইয়াবা কারবারীদের হামলা

টেকনাফ,কক্সবাজার :
কক্সবাজার টেকনাফে যুগান্তর পত্রিকার টেকনাফ প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন (৩০)এর উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত ইয়াবা কারবারি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্ব হামলার অভিযোগ উঠেছে।

 

অভিযুক্ত ব্যক্তি হলেন- হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদা এলাকার লাল মিয়ার ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত ইয়াবা কারবারি মোঃ জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা এ হামলায় অংশ নিয়েছেন।

 

শনিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় ৬টার সময় টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদা বাজারে এই ঘটনা ঘটে।

 

আহত মোঃ নাসির উদ্দিন জানান, রোহিঙ্গা আশ্রয় শিবির সংলগ্ন হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকার সংবাদ সংগ্রহে গেলে সেখানে আগেই থেকে অবস্থান করা মাদক কারবারি জাহাঙ্গীরের নেতৃত্বে অতর্কিত ভাবে কয়েকজন সন্ত্রাসী মিলে দেশিয় অস্ত্র-শস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায়।

আমি কিছু বুঝে ওঠার আগে তারা আমার উপর হামলা চালায়। ব্যাপক মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আমাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসে। আমার মাথায়, বাম হাত ও শরীরের বিভিন্ন স্থানে স্থানে গুরুতর জখম করা হয়েছে।

 

আহত মো নাসির উদ্দিন আরও জানান, যুগান্তর পত্রিকায় জাহাঙ্গীরের বিরুদ্ধে শূন্য থেকে কোটিপতি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশিত হওয়া পর দুদক তার বিরুদ্ধে সম্পদের হিসাব চেয়ে মামলা দায়ের করেন। সে সূত্র ধরে, আমার উপর ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছে।

 

এই নিউজটি অফিস থেকে ছাপানো হয়েছিল। আমার উপরে দোষ চাপিয়ে আমার উপর হামলা করেছে। এ ঘটনায় জাহাঙ্গীর ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করব এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খানে আলম বলেন,  সন্ধ্যার পরে মাথা ফাটা অবস্থায় সাংবাদিক নাসির উদ্দিনকে হাসপাতালে আনা হয়েছে। হাত ও শরীরের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন রয়েছে।প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

অভিযুক্ত ব্যক্তি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারী মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ঘটছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button