Breakingপার্বত্য অঞ্চলরাঙ্গামাটিরাজনীতিসারাদেশ

জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির পূর্ব প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

চেঙ্গী দর্পন প্রতিবেদক, রাজস্থলী , রাঙ্গামাটি:
আগামী ৫ আগষ্ট “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজস্থলী শাখার উদ্যোগে পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২ আগস্ট ২০২৫ ,শনিবার সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা সঞ্চালনায় এবং সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখের সভাপতিত্বে রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তারা বলেন, ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদ এবং আওয়ামী স্বৈরাচারমুক্ত একটি বাংলাদেশ আমরা পেয়েছি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে সচেষ্ট থাকবে হবে। ফ্যাসিবাদ যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে সকল নেতাকর্মীদের। এছাড়া আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসকে সফল করার জন্য বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।

 

এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহেদুল আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি মুইথুই অং মারমা, ছগির আহম্মদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ হোসেন, সদস্য সচিব সিরাজুল ইসলাম, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভূবন মোহন তঞ্চঙ্গ্যা, গাইন্দ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button