জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হামিদুলকে খাগড়াছড়ি প্রেসক্লাবের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি :
২০২৪ এর জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খাগড়াছড়ির মোহাম্মদপুর এলাকার বাসিন্দা হামিদুল সরকারকে আর্থিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি প্রেসক্লাব।
২৭ জুলাই ২০২৫, রবিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এই সহায়তা প্রদান করা হয়। হামিদুল সরকারের পক্ষ হয়ে আর্থিক সহযোগিতা গ্রহণ করেন রেড জুলাইয়ের সদস্য সচিব জাহিদ হাসান।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় এক গুলির ঘটনায় হামিদুল সরকার তলপেটে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেশায় তিনি একজন ভ্যান চালক ছিলেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, এবং সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
খাগড়াছড়ি প্রেসক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হামিদুলের চিকিৎসা ও পুনর্বাসনে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।