Breakingখাগড়াছড়িচট্টগ্রাম অঞ্চলপার্বত্য অঞ্চলশীর্ষ সংবাদসারাদেশ

জুমার নামাজে মানুষের ঢল ,শনিবার আখেরি মোনাজাত

খাগড়াছড়ি জেলা ইজতেমা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : ৩ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার থেকে তাবলীগ জামাতের ভারতের নিজামুদ্দিন মার্কাজের তত্বাবধানে খাগড়াছড়ি জেলা ইজতেমা শুরু হয়েছে। বিভিন্ন জেলার ইসলাম প্রিয় মানুষ কুরআন সুন্নার বয়ান শুনতে হাজির হয়েছেন জেলার গন্জপাড়া জিরো পয়েন্ট ইজতেমা মাঠে। শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মাধ্যমে মুসুল্লীরা নিজ নিজ গন্তব্যে পাড়ি দিবেন।

৪ নভেম্বর শুক্রবার জুম্মার নামাজ একত্রে আদায় করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মুসলমান ধর্মপ্রিয় মানুষেরা ছুটে আসে ইজতেমা ময়দানে । নামাজের আগেই ইজতেমা ময়দান পরিপূর্ন হয়ে যায়। উপায় না পেয়ে তাবলীগের স্বেচ্ছাসেবীরা পেন্ডেলের বাহিরেও তাবু বিছিয়ে দেন। মাঠে শিশু থেকে বৃদ্ধ সকলেই এক কাতারে দাড়িয়ে নামাজ আদায় করেন।

খাগড়াছড়ি জেলা আহলে শুরা ফয়সাল জিম্মাদার মাওলানা মোঃ শামীম বলেন, আমাদের স্বেচ্ছা সেবকের পাশাপাশি আইন শৃঙ্খলা ও সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশের একাদিক টিম সার্বক্ষণিক সর্তক অবস্থায় সহযোগীতা করছেন। আল্লাহর ফজলে শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে জেলা ইজতেমার সমাপ্তি হবে।

Related Articles

Back to top button