Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

জন্মস্থানে গন সংবর্ধনা পেলো ডাকসু চাকসু-র হেমা এরিনা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি:
পাহাড়ের দুর্গম পাড়াগাঁয়ের বিদ্যাপিঠ থেকে তাঁরা লোখাপড়া করে আজ ঢাকা -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃত্বে হেমা -এরিনা। আলোচিত ডাকসু-চাকসু,র নির্বাচন পেরিয়ে বাড়ি ফিরেছে ডাকসুর নির্বাচনে নির্বাহী সদস্য বিজয়ী পানছড়ির কৃতি সন্তান হেমা চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাহী সদস্য (চাকসু)’র বিজয়ী এরিনা চাকমা। সেই সুযোগ কাজে কাজে লাগিয়ে স্থানীয়রা তাদের আনুষ্ঠানিক গণ সংবর্ধনা দেন।

 

১০ নভেম্বর ২০২৫, সোমবার সকালে হেমা -এরিনার প্রিয় বিদ্যাপিঠ পূজগাং মুখ উচ্চ বিদ্যালয় মাঠে তাদের শিক্ষকগন, স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয়দের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক ও গ্রামবাসীর উপস্থিতিতে গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা।

এ সময় বক্তরা বলেন, পানছড়ির সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের। যোগ্য নেতৃত্ব ও সঠিক সুযোগ পেলে পাহাড়ের সন্তানরা দেশের সর্বোচ্চ পর্যায়েও নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবে। হেমা চাকমা ও এরিনা চাকমা তাদের বক্তব্যে এলাকার সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের স্কুল জীবনের স্মৃতিগুলো তুলে ধরেন। এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার অনুপ্রেরনা মুলক বক্তব্য রাখেন।অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমা ,অধ্যক্ষ কিরন লাল চাকমা, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা ,উচিত মনি চাকমা ,প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক ইউপি চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, সমর বিকাশ চাকমা ,কালা চাঁদ চাকমা,পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নীরা দেবী চাকমা,চেঙ্গী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বরুন কান্তি চাকমা, শরণার্থী কল্যান সমিতির সভাপতি নন্দ দুলাল চাকমা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং অতিথিবৃন্দ ।

Related Articles

Back to top button