চট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

ছেলের দুর্ঘটনার খবর শুনে এম্বুলেন্সেই মারা যান মা

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি:
এম্বুলেন্সে করে অসুস্থ মাকে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে পেছনে মোটর সাইকেলে করে যাচ্ছিল ছেলে। পথিমধ্যে চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি সদরে অংশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে বে-পরোয়া গতিতে ঢুকে পড়ে মোটর সাইকেলটি ।

 

এতে মোটর সাইকেল আরোহী ওবাইদুল্লাহ সহ অপর দুইজন গুরুতর আহত হয়। এদিকে,ছেলে ওবাইদুল্লাহর সড়ক দূর্ঘটনার খবর মায়ের কানে পৌঁছলে এম্বুলেন্সেই মৃত্যুবরণ করেন মা।

 

১৮ জুলাই শুক্রবার রাত ৮ টার দিকে চট্টগ্রাম – খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি সদরস্থ আনোয়ার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে এসে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটি কাভার্ড ভ্যানের নীচে ঢুকে গেলে তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে। পথচারীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের চমেক হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

Related Articles

Back to top button