Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

ছাত্র ধর্মঘটের ডাকে মানিকছড়িতে পিসিপি-র প্রচার মিছিল ও সমাবেশ

চেঙ্গী দর্পন প্রতিবেদক, মানিকছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিপুল সহ চার ছাত্র-যুব নেতা হত্যাকারীদের বিচারের দাবীতে আগামী ১১ ফেব্রুয়ারী পুরো জেলায় ছাত্র ধর্মঘট পালনের আহব্বানে প্রচারাভিযান এবং সাজেকে দুই ইউপিডিএফ কর্মী হত্যাকান্ডের প্রতিবাদে মানিকছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

 

৬ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি উপজেলার ধর্মঘর এলাকা থেকে আগামী ১১ ফেব্রুয়ারী জেলা ব্যাপি সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালনের আহব্বান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে পিসিপি -র নেতাকর্মীরা।

মিছিল শেষে ধর্মঘর বটমূলে গিয়ে সমাবেশে মিলিত হয়। পাহাড়ি ছাত্র পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আংসলা মারমা সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক প্রানঞ্জল চাকমা, মাটিরাঙা উপজেলা শাখার সভাপতি অনিমেষ চাকমা, ও হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি উপজেলা সাধারণ সম্পাদক এলি চাকমা।

 

সমাবেশে বক্তারা বলেন, পাহাড়ে অধিকার আদায়ের জনতার সংগ্রামে বাঁধা সৃষ্টি করার জন্য সরকার ঠ্যাঙাড়ে বাহিনী (মূখোশ সন্ত্রাসী) দিয়ে প্রতিনিয়ত নির্বিচারে হত্যা,খুন-গুম অপহরণ করে যাচ্ছে। সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতিতে ও পাহাড়ের চারিদিকে চলছে সেনা মদদ পুষ্ট মুখোশ সন্ত্রাসীর কর্মকাণ্ড, স্থানীয় প্রশাসনের কোন ব্যবস্থা না থাকায় ঠ্যাঙাড়ে বাহিনীর সন্ত্রাসীরা আরো প্রতিনিয়ত চাঁদাবাজি সহ সমাজ বিরোধী কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ছাত্র-ছাত্রীদের আন্দোলন থেকে দমিয়ে রাখার জন্য সরকার ঠ্যাঙাড়ে সন্ত্রাসী দিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের হুমকি, ভয়ভীতি দেখাচ্ছে। তাই আগামী দিনের লড়াইয়ে ছাত্র সমাজকে গণ আন্দোলনের মাধ্যমে এসব অন্যায়ের বিরুদ্ধে গণ জোয়ার সৃষ্টি করতে হবে।

 

সাজেকে জেএসএস (সন্তু) সশস্ত্র দূর্বৃত্তদের কর্তৃক দুই ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে ও পানছড়িতে বিপুল চাকমা সহ চার ছাত্র নেতাদের হত্যাকারীদের বিচারের দাবিতে আগামী ১১ ফেব্রুয়ারী খাগড়াছড়ি জেলা ব্যাপী ছাত্র ধর্মঘট পালন করার আহবান জানান পিসিপি’র নেতৃবৃন্দরা।

Related Articles

Back to top button