Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ছাগলনাইয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার, ফেনী :
ফেনীর ছাগলনাইয়ায় ইটভাটায় প্রশাসনের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি । বিক্ষোভ শেষে ইউএনও সুবল চাকমার মাধ্যমে প্রধান উপদেষ্টা, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়েছেন।

 

৪ মার্চ ২০২৫, মঙ্গলবার ১১টার দিকে ছাগলনাইয়া উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ করে সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইট নির্মাণ শ্রমিকরা।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি রবিউল হক চৌধুরী মাহাবুব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবছারুল হাই উজ্জ্বলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা কালু, সহ সভাপতি মোঃ নুরুন নবী, সহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সুমন, নজরুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ মোঃ ফয়েজ, সদস্য মোঃ কামাল উদ্দিন, জাকির হোসেন মিন্টু, কামাল উদ্দিন, তপু, মিজানুর রহমান, শহীদ উল্লাহ কালাম, ও নুর উদ্দিন প্রমূখ।

Related Articles

Back to top button