Breakingচট্টগ্রাম অঞ্চলদুর্ঘটনাসারাদেশ

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চৌদ্দগ্রাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

 

২১ এপ্রিল ২০২৩ শুক্রবার সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর ও দুপুরে ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর এলাকায় পৃথক দুর্ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কে দাঁড়িয়ে  ভ্যানগাড়ি থেকে কাপড় কেনার সময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই আছমা আক্তার মুন্নী (৫০) নামে এক মহিলার মৃত্যু হয়। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের বজলুর রহমানের স্ত্রী।

একইদিন দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি এলাকায় ব্যাটারি চালিত অটো রিক্সাকে পিছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দিলে রিক্সার যাত্রী শাকিল (২৬), তার স্ত্রী ও শিশু কন্যা গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শাকিলের স্ত্রী এবং শিশু কন্যাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক কন্যা শিশু মৃত ঘোষণা করে। গুরুতর আহত স্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল এ ভর্তি রয়েছেন বলে জানা গেছে। নিহত শাকিল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের শাহ আলমের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  এস এম লোকমান হোসাইন বলেন, পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে তিনি জানান।

Related Articles

Back to top button