চন্দনাইশ সাতবাড়িয়াতে নৌকার প্রচারণায় আকতার-লিপি দম্পতি
চেঙ্গী দর্পন প্রতিবেদক, চন্দনাইশ , চট্টগ্রাম :
চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে নৌকার প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী’র পক্ষে চন্দনাইশ সাত বাড়িয়াতে নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাতবাড়িয়া মৎসজীবী লীগের সভাপতি, সেন্টার কমিটির আহ্বায়ক, আকতার হোসেন ও সহধর্মিণী ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি লিপি আক্তার।
২ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সাতবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থীর গণসংযোগকালে আকতার-লিপী দম্পতির নেতৃত্বে মহিলা আ’লীগসহ নেতৃবৃন্দ গণসংযোগে যোগদান করেন। ব্যাটারি চালিত অটোরিকশা নৌকা বানিয়ে নৌকার প্রার্থীকে উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম-আহবায়ক দিদারুল হক দস্তগীর, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফোরক আহমেদ, ৭নং ওয়ার্ড আ’লীগের যুগ্ন আহবায়ক জহুর উদ্দিন, মো. রফিক চৌধুরী, যুবলীগ নেতা নাজিম উদ্দীন, অহিদ উদ্দিন, আইয়ুব আলী প্রমুখ।
গণসংযোগ কালে প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, আমি নিঃস্বার্থভাবে ১০ বছর আপনাদের সেবা করে গেছি। সাধারণ ভোটারদের কোন রকম গুজবে কান না দিয়ে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মত প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবানন জানান তিনি।