Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

চট্টগ্রামে ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন

চট্টগ্রাম:
ফুলের মতো আপনি ফুটাও গান, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দ্বিতীয় বারের মতো ফুল উৎসবের উদ্বোধন হয়েছে চট্টগ্রাম ডিসি পার্কে । আজ বৃহস্পতিবার বেলা বারটার সময় সীতাকুণ্ডের ফৌজদার হাট উপকূলীয় এলাকায় ডিসি পার্কে মাসব্যাপী এই ফুল উৎসবের উদ্বোধন করা হয়েছে । উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী পরিষদের সচিব অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব হোসেন।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা বারটার সময় ফিতা কেটে বেলুন উড়িয়ে ফুল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

ফুল উৎসবে অতিথিরা বলেন মানুষ ফুল দিয়ে অতিথি বরণ করেন , ফুল দিয়ে শ্রদ্ধা জানান , ফুলকে ভালোবাসার মানুষকে উপহার দেন , ফুল দিয়ে সৌন্দর্য বর্ধন করেন । অর্থাৎ মানুষের জীবনে ফুলের ব্যাবহার অপরিসীম । ফুল কখনো নিজের জন্য ফোটেনা, তারা অন্যের জন্য ফুটে যায় অবিরত । তাই চট্টগ্রাম জেলা প্রশাসক আজকে ফুলকে আরো কাছে টানতে , ফুলের মধ্যে মানুষের নিজেকে বিলিয়ে দিতে, ফুলকে গভীর থেকে চিনে নিতে এক মাস ব্যাপী এই ফুল উৎসবের আয়োজন করেছেন । ফুল প্রকৃতির একটি নির্মল সৃষ্টি , সে নিজের সৌন্দর্য দিয়ে অন্যজনকে সুন্দর করে তোলে । আজকে আমাদের সন্তানরা হরেক রকমের ফুল দেখতে পাচ্ছে । তরুণরা ফুলের সাথে কিছু সময় দিলে ফুলের নির্মল সৌন্দর্যকে নিজের জীবনেও নির্মলতা আনতে পারবে । আমাদের দেশে ফুল নিয়ে কোন অনুষ্ঠান বা উৎসব না হলেও বিদেশে কিন্তু অনেক আগে থেকে ফুল উৎসব বা মেলা হয়ে আসছে ।
আগামী ২৪ ফেব্রুয়ারী এই ফুল উৎসব ও মেলা শেষ হবে ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।

 

উদ্বোধনকালে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃআশরাফুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী সহ আরো অন্যান্য সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

 

সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত ফৌজর্দাহাট ডিসি পার্ক সাগর উপকূলীয় বেড়িবাঁধ এলাকা এখন সাজ সাজ রব। এক সময়ে এখানে মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছিল। তবে এই স্থানকে এখন ফুলের রাজ্য হিসেবে পরিণত করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান। গত বছর ১০ জানুয়ারী চট্টগ্রাম ডিসি পার্কে প্রথমবার ফুল উৎসবের উদ্বোধন হয় । এই বছর আরো পরিধি বাড়িয়ে ব্যপকভাবে এই উৎসবের আয়োজন করা হয়েছে ।

এখন দূর হতে ডিসি পার্কের রকমারি ১২৭ রকমের ফুলের সু-গন্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের ভ্রমন পিপাসু শতশত নর-নারী ও দর্শনার্থীরা উদ্বোধনী অনুষ্ঠানে ঘুরতে এসে এতো বাহারি ফুলের সৌন্দর্য্যে তারা মুগ্ধ হয়েছেন।

Related Articles

Back to top button