Breakingচট্টগ্রাম অঞ্চলসারাদেশ

ঘূর্ণিঝড় হামুন- মোকাবিলায় কুতুবদিয়া দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

চেঙ্গী দর্পন প্রতিবেদক, কুতুবদিয়া ,কক্সবাজার  :
বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় “হামুন” মোকাবিলায় কুতুবদিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

২৪ অক্টোবর ২০২৩ মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম আল মাহমুদ, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কপিল উদ্দিন কবির, উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোঃ শামীম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুস সাকিব, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আল আমিন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, আবুল কালাম, আজমগীর মাতবর, আলাউদ্দিন আল আজাদ, আকতার হোছাইন, আবদুল হালিম, বিআরডিবির চেয়ারম্যান এসকে লিটন কুতুবী, সিপিপির সদস্য, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

 

কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, প্রস্তুতি মূলক সভা করে সব কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপকূল জুড়ে সতর্কতা জারি করে মাইকিংসহ বিপদ সংকেতের পতাকা টাঙানো হয়েছে। ৯৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সব এলাকায় শুকনো খাবার সহ প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছা সেবকদের প্রস্তুত রাখা হয়েছে।

Related Articles

Back to top button