ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পার্বত্য জেলায় ক্ষয় ক্ষতি কমাতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চেঙ্গী দর্পন প্রতিবেদক ,পানছড়ি, খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পার্বত্য জেলায় ক্ষয় ক্ষতি কমাতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর ২০২২ সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহি অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাকিবুল ইসলাম, প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা,থানা তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, ইউপি চেয়ারম্যান আহির উদ্দিন , আনন্দ জয় চাকমা, ভুমিধর রোয়াজা, ফায়ার সার্ভিস স্টেশান মাস্টার , যুব রেড ক্রিসেন্ট সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগে আক্রান্ত হওয়ার আশংকা ব্যক্ত করে বক্তারা ফায়ার সার্ভিস , আনসার পুলিশ ও রেড ক্রিসেন্টের সকল কে প্রস্তুতি থাকার পরামর্শ দেন। নিকটবর্তী প্রতিটি ইউপি ভবন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষনা করেন। এছাড়াও দুর্যোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সতর্কতা করা হয়েছে। প্রতিটি গ্রামে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সতর্কতার সহিত তাৎক্ষনিক প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।