Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

গৌরবের মঞ্চে গঞ্জপাড়া এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

খাগড়াছড়ি প্রতিনিধি: শিক্ষা শুধু জ্ঞান নয়—এটি মানুষের জীবনে আলো জ্বালানোর মশাল। সেই আলোকে আরও উজ্জ্বল করতে ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে খাগড়াছড়ির গঞ্জপাড়া এলাকায় প্রথমবারের মতো আয়োজন করা হলো এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা।

 

 

শনিবার বিকেলে জেলা সদর জিরো মাইলস্থ হিল ফ্লেভারস রেস্টুরেন্টের মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ গৌরবময় আয়োজনটি রূপ নেয় এক উৎসব মুখর মিলন মেলায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উপাধ্যক্ষ প্রফেসর মো. আতিকুর রহমান, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. জহিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, শহীদুল ইসলাম সুমন, অংসা মারমা, বিশিষ্ট সমাজসেবক রিয়াজ উদ্দিন, স্বেচ্ছাসেবক মো. জাহিদুল আলমসহ স্থানীয় গুণীজন, শিক্ষক, অভিভাবক ও কৃতকার্য শিক্ষার্থীরা।

 

 

অনুষ্ঠানের শুরুতেই অতিথি শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর একে একে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু অনুপ্রাণিতই করে না, বরং তাদের মধ্যে বড় স্বপ্ন দেখার সাহসও জাগিয়ে তোলে। আগামী দিনে গঞ্জপাড়া এলাকার মেধাবীরা জেলার গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে সাফল্যের নতুন ইতিহাস রচনা করবে,এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

 

 

অভিভাবকেরাও আনন্দ প্রকাশ করে বলেন, সন্তানের সাফল্য তাদের পরিশ্রমকে সার্থক করেছে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করেছে। সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সম্মান তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

 

 

অনুষ্ঠানের শেষাংশে কেক কাটা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন মুহূর্তগুলো স্মরণীয় হয়ে ওঠে।

Related Articles

Back to top button