গুইমারায় জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
চেঙ্গী দর্পন প্রতিবেদক, গুইমারা, খাগড়াছড়ি :
মানুষ মানষের জন্য , মানবতার কল্যানে গুইমারা উপজেলা জামায়াত ইসলামির পক্ষ থেকে শীত মৌসুমে ৩য় বারের মতো শীতবস্ত্র বিতরণ করেছে।
১৫ জানুয়ারী ২০২৫, বুধবার বিকেল সাড়ে ৪টায় গুইমারা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ করে গুইমারা উপজেলা জামায়াত নেতারা।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মুল্যবোধকে সামনে রেখে সকল ধর্মের ও সম্প্রদায়ের লোক দেড় শতাধিক নারী পুরুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
গুইমারা উপজেলা জামায়াতের সমাজ সেবা সম্পাদক ডাক্তার ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলাম।
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে মানবিক কাজেও বাধাদান করেছে। এমনকি কম্বল বিতরণ অনুষ্ঠান থেকেও নেতা-কর্মীদের গ্রেফতার করে কম্বল জব্দ করে নিয়ে যায়। এতো বাধা বিপত্তির পরও আমরা সামর্থ্যের সর্বোচ্চ টুকু দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। জামায়াতে ইসলামী এমন একটি বাংলাদেশ চায় যেখানে হিন্দু মুসলিম, চাকমা,মারমা কোন পার্থক্য থাকবেনা। যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।
এ সময় অন্যান্যদের মধ্যে গুইমারা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ-পাঠাগার সম্পাদক ও খাগড়াছড়ি জেলার সাবেক সভাপতি জামায়াত নেতা আবু বকর ছিদ্দিক ,উপজেলা জামায়াতে ক্রিড়া সম্পাদক আমিনুল ইসলাম সহ উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।