Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চল

গুইমারাতে এলভিএমএফ ফোরাম ও ইয়োথ ফোরামের কোয়ার্টারলী সভা অনুষ্ঠিত

গুইমারা ,খাগড়াছড়ি:
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি নিশ্চিতের জন্যে এলাকার মানুষের মধ্যে সহনশীলতা বাড়াতে জাতি ধর্ম ও সংস্কৃতিভেদে আচরণের পরিবর্তন আনতে পারস্পরিক আস্থা ও বিশ্বাস স্থাপনের লক্ষে ইউএনডিপি(এলভিএমএফ) গুইমারা উপজেলা কমিটি ও ইয়োথ ফোরামের কোয়ার্টারলী ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

৩১ ডিসেম্বর বুধবার সকালে গুইমারা কলেজিয়েট স্কুলের হল রুমে ইউএনডিপির উদ্যোগে( LVMF) ফোরামের নেতা গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরার সভাপতিত্বে  ত্রৈমাসিক (কোয়াটারলী) সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

 

এসময় উপস্থিত ছিলেন এলবিএমএফের সদস্য মৌজা প্রধান ত্রিদেব নারায়ণ ত্রিপুরা,অক্ষরমনি চাকমা ও কংজরী মারমা এবং ইউএনডিপর উপজেলা ফ্যাসিলিটেটর অংক্যচিন মারমাসহ গুইমারা উপজেলা কমিটির সদস্যবৃন্দ।

 

 

সভায় আগামী ২০২৬ সালে স্হানীয় পর্যায়ে মধ্যস্তা ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্যগন আগামী দিনের বিভিন্ন কার্যক্রম গতিশীল করার প্রস্তাবনা দেন এবং কমিটির অনুপস্হিত সদস্যদের পরিবর্তন করে নতুন করে সাজানোর অনুরোধ করেন।

Related Articles

Back to top button