Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে কেইউজের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
‘খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন (কেইউজে/রেজি: নং চট্ট-২৮০৮)’ এর উদ্যোগে খাগড়াছড়ি প্রেস ক্লাবের নতুন কমিটিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠন ও সহকর্মীদের মর্যাদা রক্ষা এবং নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষে দীর্ঘদিন পরে হলেও এহেন ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করার মাধ্যমে পার্বত্য এ জনপদে বিরল এক দৃষ্টান্ত স্থাপন করেছে, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন।

 

 

২০ মার্চ ২০২৪ ,বুধবার সকালে শহরের শাপলা চত্ত্বর সংলগ্ন কেইউজে কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, কেইউজে সভাপতি প্রদীপ চৌধুরী।

 

 

কেইউজে’র সহ-সভাপতি দুলাল হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিতদের মধ্য থেকে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান (রানা), সহ-সভাপতি ও কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আজম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ. এম. প্রফুল্ল, কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা, নির্বাহী সদস্য আজিম উল হক ও আবু তাহের মুহাম্মদ। এছাড়া কেইউজে’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কানন আচারিয়া ও কোষাধ্যক্ষ নুরুচ্ছাফা মানিক বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত সাংবাদিক ওমর ফারুক শামিম, পলাশ বড়ুয়া ও সাংবাদিক পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলের সকল উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকরাও সমান অংশিদার। পাহাড়ি এ জনপদে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম চুক্তি (শান্তি চুক্তি) পূর্ব ও পরবর্তী সময়ে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে গেলেও সাংবাদিকদের পরিবার পরিজনদের নিয়ে তেমন কেউ ভাবে না। তারা নানা কষ্ট-সংকটে দিনানিপাত করলেও তাদের যেন দেখার কেউই নেই।

 

 

এখন থেকে জেলার সকল সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে জেলার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা জন্য কাজ করবেন। বর্তমানে সাংবাদিকদের মধ্যে একতার অভাব। সবাই ব্যক্তিস্বার্থ, রাজনৈতিক স্বার্থ নিয়ে চিন্তা না করে কর্মরত সাংবাদিকদের জন্য কাজ করতে হবে। সব শেষে ঐক্য ছাড়া সাংবাদিক সমাজের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের মধ্যে ঐক্য না হলে এমন পরিস্থিতির পরিবর্তন হবে না। সাংবাদিকদের ঐক্য গড়ে তোলা এখন সময়ের দাবি।

 

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নয় জন নির্বাচিত সদস্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য সহ জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেইউজে’র পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্ভাষণ জানানো হয়।

Related Articles

Back to top button