Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলরাজনীতিসারাদেশ

খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
শেখ হাসিনার পদত্যাগ সহ নির্দলীয়, নিরপেক্ষ সরকার পূনঃ প্রতিষ্ঠার ১দফা দাবীতে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২২ অক্টোবর ২০২৩, রবিবার খাগড়াছড়ি শহরের কলাবাগানের “বৈঠকে” জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসাবে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক উপস্থিত ছিলেন।

 

এ সময় প্রধান অতিথি জয়নুল আবদিন ফারুক বলেন, বাংলাদেশে আর অগণতান্ত্রিক, লুটেরা, ব্যাংক ডাকাত, রিজার্ভ চোর, কানাডায় বেগমপাড়া, দুবাই, মালয়েশিয়ায় বাড়ি করাদের অধীনে ২০১৪ ও ২০১৮ সালের মার্কা ভোট এ দেশে হবে না। নিশিরাতে মরা মানুষের ভোটে নির্বাচিত অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ বার বার গণতন্ত্রকে হত্যা করেছে। ১৯৭৫ সালে বাকশাল কায়েম করেছে। তত্ত্ববাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে। আওয়ামী লীগ যদি ভাবেন, বিএনপিকে আবারও কৌশলে নির্বাচনে নিয়ে আসবেন, আবার কৌশল করে ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে করবেন, তা আর হবে না। এই কৌশল তারেক রহমান বুঝে ফেলেছেন। আমরা রক্ত দিতে শিখেছি, জেল খানায় যেতে শিখেছি, কোর্টে হাজিরা দিতে শিখেছি। তাই আমাদের ধমক দিয়ে কোনো লাভ হবে না। আমাদের নেতা তারেক রহমান আপনাদের সকল চরিত্র উন্মোচন করে দিবে।

 

সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া বলেন, আগামী ২৮ অক্টোবরের ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশে জেলার সকল নেতাকর্মীকে লুঙ্গি-গামছা নিয়ে হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পাকাপোক্ত করার জন্য সংবিধানে তত্ত্বাবাবধায়ক সরকার করেছেন, সেই নেত্রী আজকে হাসপাতালে অসুস্থ অবস্থায় বন্দি জীবন-যাপন করছেন। মুক্তিযুদ্ধের মূল স্বপক্ষের লোক হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আগামী ২৮ অক্টোবর বিজয়ের পতাকা নিয়ে বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।

খাগড়াছড়ি অনুষ্ঠিত সাংগঠনিক সভায় জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন ,প্রবীন চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, হাফেজ আহাম্মদ ভূঁইয়া, কংচাইরী মাষ্টার, নাছির আহম্মদ চৌধুরী, মংসুই থোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা আবদুল্লাহ আল নোমান সাগর, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম ও তাঁতী দলের আহ্বায়ক আলমগীর মিয়া সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা বিএনপির নেতৃবৃন্দের অভিযোগ, দলীয় কার্যালয় সহ আরো তিনটি স্থানে সভার অনুমতি চেয়েও প্রশাসনের অনুমতি না পেয়ে অবশেষে কলাবাগানের “বৈঠক” সভা করতে হয়েছে।

Related Articles

Back to top button