Breakingখাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়ি জেলার সংসদীয় একটি আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার সংসদীয় একটি আসনে ( ২৯৮ নং) আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সকাল ১১ টায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করছেন প্রার্থীরা। জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মো: শহিদুজ্জামান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ প্রদান করেন।

 

আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে তার প্রধান নির্বাচনী এজেন্ট সাইথোঅং চৌধুরী ও দলের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী দলীয় প্রতীক নৌকা গ্রহন করেন। জাতীয় পাটির প্র্রার্থী মিথিলা রোয়াজা দলীয় প্রতীক লাঙ্গল ,তৃণমুল বিএনপির প্রার্থী উশেপ্রু মারমা দলীয় প্রতীক সৌনালী আশ, ন্যাশনাল পিপলস পাটির প্রার্থী মো. মোস্তফা দলীয় প্রতীক আম গ্রহন করেন।

 

 

পরে প্রার্থীদের নিয়ে আচরন বিধি মেনে চলার বিষয় নিয়ে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। প্রার্থীদের করনীয় বজনীয় বিষয়ে পাওয়ার পয়েন্ট তুলে ধরে তা মেনে চলার অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর, জেলা নির্বাচন অফিসার মো: কামরুল আলম সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

 

দলীয় প্রতীক গ্রহন শেষ গত দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে উল্লেখ করে বলেন, নির্বাচন হবে প্রতিদ্বন্ধিতামুলক। শান্তি চুক্তির কারণে পাহাড়ে শান্তি স্থিতিশীলতা বিরাজ করছে। যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়ন, বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সরকারেরর স্মাট বাংলাদেশ নির্মানের অগ্রযাতায় পাহাড়ের মানুষকে স্মাট নাগরিক হিসেবে তৈরী করার কথা বলেন।

Related Articles

Back to top button