খাগড়াছড়ির অপরাজিতা বৌদ্ধ বিহারে ২১তম আচারিয়া পূজা উদযাপন
স্টাফ রিপোর্টার , খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ২১তম মহান আচারিয়া (গুরু) পূজা উদযাপিত হয়েছে।
১৬ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার দিনব্যাপী খাগড়াছড়ি জেলা সদরের জিরো মাইলস্থ অপরাজিতা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
য়ংড বৌদ্ধ বিহারের আহ্বায়ক ও অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ’র দ্বিতীয় সংঘরাজ ভদন্ত আভিঞঞানা মহাথের।
এ উপলক্ষ্যে সকাল থেকে ধর্মীয় পতাকা উত্তোলন,পঞ্চশীল গ্রহণ,সংঘ দান,অষ্টপরিকখারা দান,পূজনীয় ভিক্ষু সংঘের পিন্ডদান ও পূজনীয় ভান্তের ধর্ম উপদেশ ও উৎসর্গ অনুষ্ঠিত হয়।
পূজা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ’র উপ-সংঘরাজ ভদন্ত মিহিন্দা মহাথের,সাসনা রাক্ষিতা ভিক্ষু সংঘ’র উপ-সংঘরাজ ভদন্ত চাইন্দামেজু মহাথের,ত্রিরত্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত উত্তমাসারা থের,উক্ত অনুষ্ঠানের সদস্য সচিব চাইথোয়াইং মারমা প্রমূখ।