Breakingখাগড়াছড়িসারাদেশ

খাগড়াছড়িতে ৪৯ তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

চেঙ্গী দর্পন প্রতিবেদক, খাগড়াছড়ি :  খাগড়াছড়িতে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ এ প্রতিপাদ্যে ৪৯তম জাতীয় সমবায় দিবস’২০ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(০৭নভেম্বর)’২০ সকাল ১১টায় জেলা সদরের অফিসার্স ক্লাব কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা সমবায় কার্যাযালয়ের প্রশিক্ষক মো. বেলাল হোসাইনের উপস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, জেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমবায় বিভাগের আহবায়ক খগেশ্বর ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী । অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. কানিজ জাহান বিন্দু, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মর্তুজা আলী, সদর উপজেলা মো. শানে আলম।জেলা সমবায় কর্মকর্তা মো. জহির আলম, নবাগত জেলা সমবায় কর্মকর্তা আশিষ কুমার দাস।

আলোচনা সভা শেষে সমবায়ে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠান ও সমবায়ীদের পুরস্কৃত করা হয়।

Related Articles

Back to top button