খাগড়াছড়িপার্বত্য অঞ্চলসারাদেশ

খাগড়াছড়িতে ২দিন ব্যাপী প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে বাংলাদেশ পোল্টি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও ইউ. এস. সয়াবিন এক্সপাোর্ট কাউন্সিল উদ্যোগে পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে।

 

০৩ মে ২০২৪ ,শুক্রবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ।

প্রোটিন অলিম্পিয়াড ও স্কুল ফেস্টভ্যাল-২০২৪ প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন করে মোট ৩ ‘শ ২০জন শিক্ষার্থী অংশ নেন।

 

আলোচনা সভায় পুলিশ লাইন্স হাই স্কুলের সহকারী শিক্ষক চম্পা চাকমা’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, প্রোটিন আমাদের শরীরের  জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। প্রোটিন না থাকলে আমাদের মেধা ও বুদ্ধি সমৃদ্ধ হবেনা। প্রোটিন আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে থাকে। আমাদের নখ ,চুল ও শরীরের সৌন্দর্য বর্ধনের জন্য প্রোটিন প্রয়োজন। এছাড়াও রোগ প্রতিরোধের জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেককে দৈনিক কিংবা নিয়ম অনুযায়ী প্রোটিন খাওয়া জরুরি।

আলোচনা সভার পরে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন, বাংলাদেশ পোল্টি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সেক্রেটারি দেবাশীষ নাগ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, খাগড়াছড়ি প্রেক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান রানা, বারডেম হাসপাতালের বিভাগীয় প্রধান ও প্রধান পুষ্টিবিদ শামসুন্নাহার নাহির (মহুয়া),সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী, বাংলাদেশ পোল্টি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যোগাযোগ ও মিডিয়া উপদেষ্টা সাদ্দাম হোসেন, মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল মিত্র চাকমা, মিলেনিয়াম ভাইবোনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button