খাগড়াছড়িতে হোন্ডা বাইক ক্রেতাদের সাথে মতবিনিময়
খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে আম্বিয়ার ট্রেডার্সের উদ্যোগে হোন্ডা কোম্পানির বাইক ক্রেতাদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর ২০২৩ শনিবার সকালে সদরের ফোর পয়েন্ট রেস্টরেন্টে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় হোন্ডা কোম্পানির গ্রাহকদের কে সেফটি রাইডিং সম্পর্কে,জেনুইন পার্টস, ইঞ্জিন ওয়েলের ব্যবহার সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
মেসার্স আম্বিয়া ট্রেডার্স এর সত্ত্বাধীকারী মো: ইসমাইল বলেন,আমরা শুধুমাত্র ব্যবসার জন্যেই বাইক সেল করি না,ব্যবসা থেকেও গ্রাহক সেবাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। কোম্পানির অথোরাইজড সার্ভিস সেন্টারে কোম্পানির ট্রেনিং প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা সর্বোৎকৃষ্ট সার্ভিসিং দিয়ে থাকি।
স্বত্বাধীকারী মোঃ ইসমাইলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর চীফ মার্কেটিং অফিসার শাহ মো: আশিকুর রহমান।
অন্যান্যদের মধ্যে সেলস সার্ভিসের রিজিয়নাল ম্যানেজার আরাফাত হোসাইন,চট্টগ্রাম বিভাগীয় কাস্টমার সার্ভিসের রিজিয়নাল ম্যানেজার মো: আবুল কালাম, এরিয়া ইনচার্জ শোমিক হায়দার চৌধুরী,সেফটি ডিপার্টমেন্টের সেফটি এডভাইজর কেলি চৌধুরী,খাগড়াছড়ি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।