খাগড়াছড়িতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে এমপি ও প্রশাসনিক কর্মকর্তা
স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
ভারত প্রত্যাগত শরণার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ জেলার রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রতিটি মন্ডপে ২৫ হাজার টাকা হারে অনুদান বিতরণ করা হয়।
শনিবার ভারত প্রত্যাগত শরণার্থী পূর্ণবাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও খাগড়াছড়ি সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, জেলা পরিষদ সদস্যবৃন্দ, জেলা আ.লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তারা শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে জেলার রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় শারদীয় দুর্গোৎসবে পূজা মন্ডপ পরিদর্শন করেন।
দুপুরে রামগড় কালি মন্দিরে মন্ডপ পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৪টায় মানিকছড়ি উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কালি মন্দির, তিনটহরী দুর্গা মন্দিরে আড়ম্বরপূর্ণ পরিবেশে উৎযাপিত শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে আসেন অতিথিরা। মন্দির ও পূজা উদযাপন কমিটি ফুলেল শুভেচ্ছায় অতিথিদের বরণ করেন।
প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা উপজেলার চারটি পূজা মন্ডপে ২৫ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা নগদ অনুদান পূজা কমিটির হাতে তুলে দেন। এ সময় জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, মো. মাঈন উদ্দীন, শাহিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শাহীনা নাছরিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক সহ পূজা কমিটির সভাপতি, সম্পাদক ও আ.লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা লক্ষ্মীছড়ি উপজেলা কালি মন্দিরে মন্ডপ পরিদর্শনে যান।