খাগড়াছড়িতে পুলিশের ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর সনদ বিতরণ
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
স্মার্ট পুলিশিং ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে পুলিশের নায়েক ও কনস্টেবল পদ মর্যাদার ৩৫ জন পুলিশ সদস্যদের সপ্তাহ ব্যাপী ‘দক্ষতা উন্নয়ন কোর্স’ এর ১২ তম ব্যাচের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট ২০২৩ , বৃহস্পতিবার পুলিশ লাইন্স ড্রিল সেড এ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুক্তা ধর পিপিএম (বার) ,পুলিশ সুপার, খাগড়াছড়ি উপস্থিত ছিলেন ।
পুলিশ সুপার বলেন যে, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের পেশা ও আচরণ গত উৎকর্ষ সাধন হয় প্রশিক্ষণ কর্মীদের মোটিভেশন প্রদান করে, কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। ফলে তারা অর্জিত বাস্তব জ্ঞানকে সফল ভাবে প্রয়োগ করতে সক্ষম হয়। প্রশিক্ষণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার বিকাশ ঘটে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্বের প্রতি পেশাদারিত্ব বৃদ্ধি পায়। দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পেশাগত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মাহমুদা বেগম , খাগড়াছড়ি ও জেলা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।